Banner

আজ থেকে পৃথিবীর প্রথম কোভিড-১৯ শূন্য দেশ ভিয়েতনাম। Vietnam is the first Covid-19 zero country in the world from today.


covid 19

চীনের সাথে গা ঘেঁষাঘেঁষি করে টনকিন উপসাগর আর ১১০০ কিলোমিটার স্থলসীমান্ত ভাগ করে নেওয়া সাড়ে নয় কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনাম থেকে লকডাউন উঠে যাচ্ছে।
এখন পর্যন্ত দেশটতে ২৬৮ জন কোভিড পজিটিভ রোগী বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়ে, একজনও মারা যাননি। একটি রিপোর্টও লুকাতে হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ বছরের বৃদ্ধাও।
কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীও মারা যাননি চিকিৎসা সরঞ্জামের অভাবে। ক্ষুধার জ্বালায় একজন লোকও মরেনি, রাস্তায় চালের জন্যে দাঙ্গা হয়নি, সরকারি দল রেশন ঝেড়ে দেয়নি।
স্বল্প ক্ষমতায়, নিজেদের সাধ্যমত স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে লড়াই করে ভিয়েতনাম উল্টো চার লক্ষ PPE তৈরী করে পাঠিয়েছে সেই আমেরিকায়, যারা ১৯৭২ সালে রোজ সকালে ন্যাপাম বোমার চাদর বিছিয়ে দিতো ভিয়েতনামী জনগনের ওপর।
অ্যাপোক্যালিপস নাও সিনেমায় রবার্ট ডুভালের সেই বিখ্যাত সংলাপ মনে আছে? “I Love the Smell of Napalm in the Morning.” সেই ভিয়েতনাম ন্যাপামের বদলে গ্লাভস ফেরত পাঠিয়েছে৷ হিংসার জবাব দিয়েছে ভালবাসায়।

English News below:

The lockdown is rising in Vietnam, a country of nine and a half million people, which shares a 1,100-kilometer border with the Gulf of Tonkin and borders China. So far, 26 Covid-positive patients have returned home in the country, not a single one has died. Not a single report was hidden. The 6-year-old woman has also returned home healthy. No doctor or health worker died due to lack of medical equipment. Not a single person died of starvation, there was no riot on the streets for rice, the government party did not drop rations. Fighting on health infrastructure to the best of their ability, Vietnam produced and sent four million PPEs to the United States, which in 1982 dropped a blanket of napalm bombs on the Vietnamese people every morning. Remember that famous dialogue by Robert Duval in the movie Apocalypse Now? "I Love the Smell of Napalm in the Morning." That Vietnam sent back gloves instead of nap Violence responds with love.
Source: Facebook

No comments

Powered by Blogger.